অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গিয়েছে ভারত। তবে, রায়পুরের ম্যাচে চর্চায় এখন রিঙ্কুর সুইচ হিট। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডারে সম্পদ হতে চলেছেন উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি। শুক্রবার তাঁর ৮৮ মিটারে ওভার বাউন্ডারিতে এখন মজে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব।
ইনিংসের মাঝপথে এই পেল্লাই ওভার বাউন্ডারি আসে রিঙ্কুর ব্যাট থেকে। আর তাতে দেখা যায় মাঠের বাইরে উঠে দাঁড়ালেন অধিনায়ক নিজে। ম্যাচ শেষে সূর্য জানিয়েছেন, ভাল লাগছে এটা দেখে, দিনে দিনে নিজেকে আরও পরিণত করছেন রিঙ্কু।
রবিবার নিয়মরক্ষার ম্যাচ। বিরাটের বেঙ্গালুরুতে মাঠে নামবে সূর্যের ভারত। এই ম্যাচেও নজরে থাকবেন রিঙ্কু সিং। কারণ, রায়পুরে তিনি হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এসেছিলেন।