আক্ষরিক অর্থেই স্কাই হাই। প্রথমবার অধিনায়ক হয়েই সিরিজ জয়। তাও আবার ৫০ ওভারের ক্রিকেটে সদ্য বিশ্বসেরা হওয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে। হাতে আরও এক ম্যাচ রয়েছে। কিন্তু বেঙ্গালুরু এখন শুধুই নিয়মরক্ষার। তাই অধিনায়ক সূর্য কুমার যাদব জানিয়েছেন, শেষ ম্যাচে দলে আরও কিছু পরিবর্তন করা যায় কীনা, তা তিনি ভেবে দেখবেন।
তবে প্রাক্তনরা মনে করছেন, অধিনায়ক হিসাবে সূর্যর তাপ ঠিক কতটা, তা দেখা যাবে দক্ষিণ আফ্রিকায়। ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। হার্দিকের বদলি হিসাবে দলকে নেতৃত্ব দেবেন সূর্য। সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখেই দল তৈরি করেছেন অজিত আগাকররা।
সূর্যর ডেপুটি এই সিরিজে রবীন্দ্র জাডেজা। শামি-বুমরা নেই। তাই পেস অপারেশনের দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজের কাঁধেই। শুভমন-যশস্বীরা শুরু করবেন বলাই বাহুল্য। তাই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিংহ দেশে সূর্য ভারতীয় দলকে গুছিয়ে নিতে পারেন, সেটাই হবে পরীক্ষার বিষয়।