BGT 2024-25 : কব্জায় পার্থ, অধিনায়কের গলায় যশস্বীর প্রশংসা

Updated : Nov 26, 2024 10:46
|
Editorji News Desk

ম্যাচে আট উইকেট নিয়ে পার্থে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাই ম্যাচের সেরা বাছতে বিশেষ অসুবিধা হয়নি বিশেষজ্ঞদের। কিন্তু পার্থ জয়ের পর ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা জানিয়েছেন, এই ম্যাচের আসল নায়ক তিনি নন, যশস্বী জয়সওয়াল। ম্যাচ শেষের পর বুমরা জানিয়েছেন, ভারতীয় ব্যাটারের এই ইনিংস ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। 

অস্ট্রেলিয়ার মাটিতে ২৯৫ রানে জয়। পরিসংখ্যান বলছে, বিদেশের মাটিতে এটা ভারতের তৃতীয় বৃহতম জয়। এই জয়কেই নিজের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট বলছেন বুমরা। ভারত অধিনায়ক জানিয়েছেন, এতদিন বোলার হিসাবে দেশকে জিততে তিনি সহযোগিতা করতেন। এবার অধিনায়ক হিসাবে পার্থে ভারতকে ম্যাচ জিতিয়ে তিনি গর্বিত। 

পার্থে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠল ভারত। শুধু যশস্বী নয়, বিরাটের শতরান নিয়েও আলাদা করে প্রশংসা করেছেন অধিনায়ক। তিনি জানিয়েছেন,কোহলির এটা চার নম্বর অস্ট্রেলিয়া সফর। এখানকার উইকেট তাঁর থেকে ভাল কেউ বোঝে না। বিরাটকে আমাদের দরকার রয়েছে। কোহলি ভালই খেলছিলেন। বড় রান আসছিল না। প্রথম ইনিংসে দুর্দান্ত একটা বলে ও আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে যে শুরুটা পেয়েছে সেটা ও কাজে লাগিয়েছেন। সিরিজের শুরুতে কোহলি শতরান পেয়ে যাওয়ায় ভারতের সুবিধা হল।

হর্ষিত এবং নীতীশ রেড্ডির পারফরম্যান্স নিয়েও খুশি বুমরা। তাঁর দাবি, দেখে মনেই হল না, দু জনের টেস্টে অভিষেক হয়েছে। প্রথম টেস্ট খেলতে নামা ক্রিকেটারদের মনে ভয় থাকলে সেই ভয় দূর করা যায় না। কিন্তু, হর্ষিত-নীতীশদের মনে হয় কোনও ভয় ছিল না। তাঁরা নিজেদের সেরাটা দিয়েছেন।

এর আগেও পার্থে খেলেছেন তিনি। এবারও তিনি খেললেন। বুমরার দাবি, এবারের পার্থ একেবারে অন্যরকম। অধিনায়কের দাবি, অ্যাডিলেডে আরও তৈরি হয়ে মাঠে নামবে ভারত। কারণ, গোলাপি টেস্টে এই মাঠে ৪৬ রানে হেরে গিয়েছিল ভারত। 

BGT 2024-25

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও