আয়ারল্যান্ডের মাঠে শুক্রবার ক্যাপ্টেন বুমরার ভারত। কলকাতা কিন্তু তাকিয়ে একজনের দিকে। তিনি রিঙ্কু সিং। এশিয়ান গেমসের আগে এই সিরিজেই তাঁর গায়ে উঠতে পারে ভারতের জার্সি। বুমরার যুবদলে অন্যতম ভরসার নাম উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি।
আয়ারল্যান্ড যাওয়ার পথেই মুখোমুখি হয়েছিল দুই নবাগত রিঙ্কু এবং উইকেট-কিপার ব্যাটার জিতেশ শর্মা। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। তাতে রিঙ্কু জানিয়েছেন, ভারতীয় দলের ডাক পাওয়ার খবর শুনে তিনি বেশ অবাক হয়েছিলেন।
ওই দিন নয়ডার একটি মাঠে তিনি অনুশীলন করেছিলেন। হঠাৎ শুনেছিলেন ভারতীয় দলে জায়গা পেয়েছেন। আর তখনই ফোন করেছিলেন বাড়িতে। বিশেষ করে মায়ের সঙ্গে কথা বলেছিলেন নাইটদের এই ব্যাটার।
রিঙ্কু জানিয়েছেন, মা তাঁর জীবনের অনুপ্রেরণা। মা তাঁকে সাহস দিয়েছেন ভারতীয় দলে খেলার ব্যাপারে। ওই দিন মায়ের স্বপ্ন সফল হয়েছিল বলেও দাবি ভারতের এই ক্রিকেটারের। এবার বাইশ গজে সফল হতে হবে রিঙ্কুকে। ঠিক আইপিএলের মতোই তাঁর ব্যাটে ফিনিশ দেখতে চায় ভারতবাসী।