মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ(U-19 Women's T20 World Cup Winner) জয়ের কারিগর তিন বঙ্গ তনয়াকে এবার পুরষ্কৃত করতে চায় সিএবি। উইকেটরক্ষক রিচা ঘোষ, বোলার তিতাস সাধু এবং হৃষিতা বসুকে সংবর্ধনা জানাতে চায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। শুধু তাই নয়, এই ত্রয়ীর নামে বরাদ্দ হয়েছে লক্ষাধিক টাকাও। তিন বঙ্গ তনয়াকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(CAB President Snehasish Ganguly। 'ক্রিকেটের নন্দনকানন' ইডেনে তাঁদের সংবর্ধিত করা হবে বলেই খবর।
জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার মাঠে মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন জোরে বোলার তিতাস। দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচের সেরাও হন তিনি। স্নেহাশিস(CAB President Snehasish Ganguly) জানান, মেয়েরা শহরে ফিরলে তিনি নিজে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানাবেন। তবে তিতাস-হৃষিতা বাংলায় ফিরলেও এখনই আসছেন না রিচা ঘোষ(Richa Ghosh)। তিনি ভারতীয় মহিলা দলের সঙ্গে গিয়ে অনুশীলনে যোগ দেবেন বলেই খবর।
আরও পড়ুন- Union Budget 2023: বাজেটে শিক্ষার সব ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়নি, বাজেট নিয়ে সোচ্চার ব্রাত্য বসু