১০ ওভার চার মেডেন ২৪ রান পাঁচ উইকেট। বেঙ্গালুরুতে চুম্বকে বুম বুম বুমরা (Jasprit Bumrah)। তাঁর এই স্পেলেই পিঙ্ক টেস্টের দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টাতেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রথম ইনিংসে ভারতের ২৫২ রান তাড়া করতে নেমে ১০৯ রানেই শেষ হল দিমুথ করুণারত্নেদের (Dimuth Karunaratne) এই করুণাময় ইনিংস। যার নিট ফল হল রবিবাসরীয় চিন্নাস্বামীতে রোহিত অ্যান্ড কোম্পানির লিড হল ১৪৩ রানের।
প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে কোমায় চলে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং। ম্যাচ শেষের পর অ্যাঞ্জেলো ম্যাথুজদের ব্যাটিং দেখে বেশ উষ্মা প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। তাঁর দাবি, সাম্প্রতিক অতীতে এত খারাপ শ্রীলঙ্কার ব্যাটিং তিনি দেখেননি। মোহালির পর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার ব্যাটিংর একই চিত্রনাট্য দেখে হতাশ অনেক প্রাক্তনই। প্রথম দিনেই বুমরা আর শামির তীব্র পেসে ভেঙে গিয়েছিল কুশল মেন্ডিসদের যাবতীয় কুলিনত্ব।
দ্বিতীয় দিনে ৮৬ রানে ৬ উইকেট। এখান থেকে বেলা দেড়টায় শুরু করেছিল শ্রীলঙ্কা। বেঙ্গালুরু গুছিয়ে বসার আগেই সব শেষ। বুমরার পাঁচের সঙ্গে বাকি পাঁচ ভাগ করে নিয়েছেন অশ্বিন, শামি এবং অক্ষর প্যাটেল। তিনদিনে গুটিয়ে গিয়েছিল মোহালি। বেঙ্গালুরুর আয়ু কতদিন, তা নির্ভর করছে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ের উপর। বল ঘুরছে, ৬৮০ দিন হয়ে গেল বিরাটের ব্যাটে কোনও শতরান রান নেই। এই পরিস্থিতিতে চিন্নাস্বামী এখন সময় গুনছে।