মোহালিতে (Mohali) ভারত (India)-শ্রীলঙ্কা (Sri Lanka) প্রথম টেস্ট শেষ হয়েছিল মেরে কেটে আড়াই দিনে। তা-হলে বেঙ্গালুরুতে (Bengaluru) পিঙ্ক বল টেস্টের (Pink Ball Test) মেয়াদ কতক্ষণ ? দ্বিতীয় দিনে খেলা শেষের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে, কারণ ভারতের বিরুদ্ধে এই টেস্ট জিততে হলে শ্রীলঙ্কা করতে হবে ৪৪৭ রান। যা তাড়া করতে নেমেই নড়বড়ে লঙ্কার ব্যাটিং। এক উইকেটে ২৮ রান করে রবিবারের চিন্নাস্বামীতে তারা ক্ষান্ত দিয়েছে। ফলে, ঘরের মাঠে আরও একটা টেস্ট সিরিজ জিততে ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) লাগবে আর নয় উইকেট। তাই বলা যেতে পারে, সোমবার বেঙ্গালুরুতে ভগবানই একমাত্র শ্রীলঙ্কার ভরসা হতে পারেন। না-হলে বুমরা, শামিরা যে গতিতে বল করছেন, তাতে এই টেস্টের মেয়াদও হতে পারে মেরে কেটে আড়াই দিন।
১৪৩ রানের লিড নিয়ে বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ভারত। তবে এদিন খানিকটা ভদ্রস্থ দেখিয়েছে চিপকের বাইশ গজকে। প্রথম দিনে ১৬ উইকেট, আর দ্বিতীয় দিনে ১৪ উইকেট। সত্যিই, বেঙ্গালুরুতে খেলা হচ্ছে। তারমধ্যেও ভারত দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩০৩ রান তুলে দান ছেড়ে দেয়। বিরাট (Virat Kohali) ব্যাটে এই টেস্টেও শতরান দেখা গেল না। নিজের আইপিএল খেলার মাঠে প্রথম ইনিংসে ২৩ আর দ্বিতীয় ইনিংসে ১৩। এই টেস্টে বিরাট অবদান। তবে কীর্তি গড়লেন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ। বছর ৪০ আগে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০ রান করেছিলেন কপিল দেব। আর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ বলে ৫০ রান করে কপিলকে ছাপিয়ে গেলেন পন্থ।
আরও পড়ুন: বে-ওভালে সোমবার আরও একটা 'লগান', মিতালীদের প্রতিপক্ষ ইংল্যান্ড
যাইহোক, সোমবার আবার মাঠে যাবে বেঙ্গালুরু। হয়তো সময় গুনতে। কারণ, কোমায় চলে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেট যদি এই মাঠে একটা ঘণ্টা কাটাতে পারে, তা-হলে সেটাই হবে এই টেস্ট থেকে তৃতীয় দিনে দর্শকদের প্রাপ্তি।