T20 বিশ্বকাপে কি পাওয়া যাবে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)! বৃহস্পতিবারই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে এমনই জানা গিয়েছিল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানালেন, এখনও ছিটকে যাননি বুমরাহ। আগামী ২-৩ দিন অপেক্ষা করলেই সব স্পষ্ট হবে।
বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়, আগামী ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। কিন্তু একটি ইউটিউব চ্যানেলে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ জানিয়েছেন, বুমরাহকে নিয়ে এখনও চিন্তা ভাবনার পর্যায়ে আছে বোর্ড। অস্ট্রেলিয়া যাচ্ছেন কিনা, তা জানা যাবে। বাদের তালিকায় রাখা হয়নি।
আরও পড়ুন: ন্যাশনাল গেমসে সোনা জয় মীরাবাই চানুর, এশিয়ান গেমস ও অলিম্পিকের প্রস্তুতি শুরু
শুক্রবার সকালে বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, বুমরাহর বদলে দলে এসেছেন মহম্মদ সিরাজ। পিঠের চোটে কাবু বুমরাহ। বোর্ডের চিকিৎসকরা দেখছেন। বোর্ড সভাপতির মন্তব্যে তাই নতুন করে জল্পনা তৈরি হল।