অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে অনেকটাই চিন্তামুক্ত হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কারণ চোট সারিয়ে আপাতত ফিট দুই পেসার জসপ্রীত বুমরা এবং হর্ষল প্য়াটেল। চোটের কারণে এই দুই বোলারের কোনও সার্ভিস এশিয়া কাপে পায়নি ভারত। যার খেসারতও দিতে হয়েছে রোহিত শর্মাকে। বিশেষ করে ডেথ ওভার ভারতের কঙ্কালসার চেহারা সুপার ফোরের প্রতিটি ম্য়াচে প্রকট হয়েছে। সেই অস্বস্তিকর পরিস্থিতি আপাতত কাটতে চলেছে ভারতীয় শিবিরে।
জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমি থেকে জানানো হয়েছে, একশো শতাংশ ফিট বুমরা এবং হর্ষল। যাঁরা ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে পারবেন। ২০ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তার আগে ফিটনেশ টেস্টে পাস করেছেন এই দুই বোলার।
তবে এই দুই বোলারের ফিট যেমন স্বস্তির খবর, তেমনই ভারতীয় দলে চোটের তালিকা অবশ্য দীর্ঘ। বিশেষ করে অধিনায়ক নিজেই পিঠের ব্য়াথায় কাবু। এছাড়াই হার্দিক পান্ডিয়া, আবেশ খানদের মতো অলরাউন্ডারও চোটের তালিকাতেই আছেন।