একটা আউট। আর নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। এবার ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর পাশে দাঁড়ালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সুনকের অভিযোগ, ক্রিকেটের স্পিরিট নষ্ঠ করেছে অস্ট্রেলিয়া। জনির আউট নিয়ে অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার জেফ বয়কটও। তাঁর দাবি, অবিলম্বে অজি ক্রিকেটারদের এই ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত। দুই ব্রিটিশের সাঁড়াশি চাপে অজি অধিনায়ক প্যাট কামিন্সের জবাব, এবার মনে হচ্ছে আন্ডার আর্ম বল করতে হবে।
লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে উইকেট ছেড়ে বেরিয়ে দাঁড়িয়েছিলেন বেয়ারস্টো। সেই সময় তাঁকে আউট করে দেন অজি উইকেট কিপার অ্যালেক্স কেরি। এই আউটকে কেন্দ্র করে মাঠ এবং মাঠের বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে ঝগড়া করতে দেখে গিয়েছে ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজাকে। এই ঘটনায় দুই অজি ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়েছে এমসিসি।
এই অবস্থায় জনি বেয়ারস্টোর পাশে দাঁড়িয়ে অজি ক্রিকেটারদেরই দুঁষেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁর মতে, জনিকে আউট করে ক্রিকেটের স্পিরিটকে ভঙ্গ করেছেন অজি ক্রিকেটাররা।