লারার চোখে জল। ব্রিসবেন ওয়েস্ট ইন্ডিজের জয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন আধুনিক ক্রিকেটের রাজপুত্র। ধারাভাষ্য দিতে গিয়ে তাঁর গলা বুঝে এল। জড়িয়ে ধরলেন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টকে। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করল ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় সাত উইকেট নিয়ে ম্যাচের নায়ক শ্যামার জোসেফ।
গাবায় আট রানে অস্ট্রেলিয়াকে হারাল ক্যারিবিয়ানরা। গোলাপি বলের এই টেস্টে ৬৮ রান দিয়ে সাত উইকেট জোসেফের। শুরু থেকে শেষ পর্যন্ত উল্টো দিকে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার পতন দেখলেন স্টিভ স্মিথ। অপরাজিত রইলেন ৯১ রানে।
ব্রিসবেনে শুরু থেকেই টানটান ছিল অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট। ক্যারিবিয়াদের ৩১১ রানের জবাবে ৯ উইকেট ২৮৯ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। চতুর্থ দিনে ২ উইকেটে ৬০ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। এরপরই জোসেফের ইতিহাস। চোট নিয়ে বল করলেন ক্যারিয়ান এই ক্রিকেটার। ১৯৯৭ রানে কোর্টনি ওয়ালসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।