বিরাট বা রোহিত নন, ভারতের সবথেকে বেশি প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। এমনই জানিয়ে দিলেন ব্রায়ান লারা। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান গিল। দক্ষিণ আফ্রিকা সফরে T20 সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ব্রায়ান লারা জানিয়ে দিলেন, দেশের সবথেকে প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। জানালেন, তাঁর রেকর্ড ভেঙে দিতে পারেন গিল।
লারা জানিয়েছেন, শুভমান তাঁর দুটি রেকর্ড ভেঙে দিতে পারেন। নতুন প্রজন্মের সবথেকে প্রতিভাবান শুভমান। লারার বিশ্বাস, তিনি অনেক বড় রেকর্ড ভাঙবেন। কাউন্টি ক্রিকেটে লারার ৫০১ রান অপরাজিত থাকার নজির আছে। টেস্ট ক্রিকেটে ৪০০ রান করেছিলেন লারা। আনন্দবাজারকে লারা জানিয়েছেন, এই দুটি রেকর্ডই ভাঙার ক্ষমতা আছে শুভমানের।
এবার আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। লারা জানিয়েছেন, শুভমান গিল একদিন আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হবেন।