India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

Updated : Dec 18, 2024 15:11
|
Editorji News Desk

পার্থে প্রথম টেস্টে জয়। দ্বিতীয় টেস্টে হার। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ড্র করল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। ফলো-অন বাঁচিয়ে প্রথম ইনিংসে ২৬০ রান তোলে টিম ইন্ডিয়া। বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা থমকে থাকে। ৭ উইকেট হারিয়ে ৮৯ রানে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান তোলে ভারত। ম্যাচ ড্র হয়ে যায়।  

ব্রিসবেনে তৃতীয় টেস্টে আকাশদীপ সিংয়ের ব্যাটেই ফলো অন বাঁচায় ভারত। ৪৪ বলে ৩১ রান আসে বাংলার পেসারের ব্যাট থেকে। প্রথম ইনিংসে একটি উইকেট ও দ্বিতীয় ইনিংসে দুটি উইকেটও পান আকাশদীপ। বাংলা রঞ্জি টিমের অন্যতম সদস্য আকাশদীপ। আন্তর্জাতিক ক্রিকেটে ৪টি টেস্ট ম্যাচে ১০টি উইকেট আছে আকাশদীপের। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ১২১টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২টি উইকেটের মালিক তিনি। বোলার হিসেবেই বারবার সাফল্য পেয়েছেন। কিন্তু তাঁর ব্যাটিং নিয়ে সেভাবে কোনও দিন আলোচনা হয়নি। সব ধরনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৩। কিন্তু লম্বা শট মারতে পারেন আকাশদীপ। 

১১ নম্বরে ব্যাট করতে নেমে দেশের মান বাঁচালেন তিনি। প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। ২১৩ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। ফলো অন বাঁচানোর জন্য ২৩ রান বাকি ছিল। সেই সময় ২৭ বলে ৩১ রান আসে তাঁর ব্যাটে। আকাশদীপ ও বুমরার ৩৯ রানের পার্টনারশিপে ফলো অন বাঁচায় ভারত। 

India Australia

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও