WTC ফাইনালে সেঞ্চুরি ট্রেভিস হেডের। চতুর্থ সেশনে অপরাজিত তিনি। ৬৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান অস্ট্রেলিয়ার। হাফসেঞ্চুরি করলেন স্টিভ স্মিথও।
এদিন প্রথম সেশনে ২টি উইকেট এবং দ্বিতীয় সেশনে মহম্মদ শামির বলে একটি উইকেট। সাফল্য বলতে ভারতীয় বোলিংয়ে এটুকুই। লাবুশেনকে ফেরান মহম্মদ শামি। এরপরই ক্রিজে জমে যান স্মিথ ও হেড। চতুর্থ সেশনে উইকেটের খোঁজে ভারতীয় বোলাররা।