১৫ রানে অলআউট। ভাবছেন মজা করছি। না, বাস্তব। আর তা হয়েছে বিগ ব্যাশে। ২০ ওভারের ম্যাচে প্রতিপক্ষের ১৩৯ রান তাড়া করতে গিয়ে ১৫ রানেই অলআউট হয় যায় সিডনি থান্ডার। পেশাদার টি-টোয়েন্টি লিগে এটাই এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর।
বিগ ব্যাশের ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড ও সিডনি। এই ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে অ্যাডিলেড। ক্রিশ লিন করেন ৩৬ রান।
এই তাড়া করতে নেমে ধস নামে সিডনি শিবিরে। একসময় ১০ রানের মধ্যে ৮ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে হয় ১৫। সাড়ে পাঁচ ওভারেই শেষ হয়ে যায় ইনিংস। সিডনির এই বিপর্যয়ের কারণ, অ্যাডিলেডের দুই পেসার হেনরি থর্টন ও ওয়েস অ্যাগার। দু জনের মিলিত সাফল্য ৯ উইকেট।