আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে খুশির খবর মোহনবাগান সমর্থকদের কাছে। এদিন ম্যাচে ড্রাম, মেগাফোন, ব্যানার, পতাকা এবং টিফো নিয়ে ঢোকা যাবে। তবে শুধুমাত্র ক্লাবের স্বীকৃত ফ্যান গ্রুপগুলিই এই সুবিধা পাবে। সাধারণ কোনও সমর্থক এই জিনিসগুলি নিয়ে ঢুকতে পারবেন না। পাশাপাশি, এ দিনের ম্যাচের পরেও বাস এবং মেট্রোর ব্যবস্থা থাকছে।
গত শনিবার যুবভারতীতে ভিড়ে করেছিলেন ২৮ হাজার সবুজ-মেরুন জনতা। বুধবার এই সংখ্যাকে ছাপিয়ে যাবে বলেই দাবি বাগান সমর্থকদের। কারণ, ইস্টবেঙ্গলকে বাদ দিলে অতি সম্প্রতি ভারতীয় ফুটবলে বেঙ্গালুরু হল মোহনবাগানের নতুন শত্রু। তারউপর এই ম্যাচে নেই অধিনায়ক সুনীল ছেত্রী।
আরও পড়ুন : নতুন ছকে আজ পুরনো মোহনবাগান, প্রতিপক্ষ বেঙ্গালুরু
তবে আইএসএলের প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে দিয়েছে কেরল। তাদের প্রথম ম্যাচে কোচির নেহরু স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত ছিল প্রায় ৯৭ হাজার দর্শক। নীল কুরেঞ্জির রাজ্য কেরল, একসময় হয়ে গিয়েছিল শুধুই হলুদ।