অভিষেক টেস্ট খেলতে নেমেই হাফসেঞ্চুরি বাঙালি ক্রিকেটার রিচা ঘোষের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্টেই দুরন্ত হাফসেঞ্চুরি। ওয়াংখেড়েতে মিডল অর্ডারে খেলতে নেমে ভারতের ব্যাটিংকে স্বস্তি দিলেন। ১০৪ বলে ৫২ রান এল তাঁর ব্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নিল টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনই অস্ট্রেলিয়াকে ২১৯ রানে অলআউট করে টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে ৯৮ রানও তোলে ভারত। এদিন ৭৪ রান করেন স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা করেন ৪০। স্নেহ রানা ৯ রানে ফেরেন। কিন্তু জেমাইমা রড্রিগেজ ও রিচা ঘোষ বড় পার্টনারশিপ করেন। রিচা আউট হলেও ক্রিজে রড্রিগেজ।
অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং অ্যাশলে গার্ডনারের। ৩ উইকেট তুলে নেন তিনি। ১টি করে উইকেট কিম গার্থ ও জেস জোনাসেনের।