দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ, রবিবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ভারত নেই। তবে আছেন রিচা ঘোষ। প্রাথমিক পুরস্কারের তালিকায় স্মৃতি মান্ধানাদের পিছনে ফেলে জায়গা পেয়েছেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটার। দিন কয়েক আগেই আইসিসি-র মেয়েদের প্রথম যুব বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে ছিলেন রিচা। এবার বড়দের টুর্নামেন্টে সেরার তালিকায় প্রাথমিক ভাবে নাম উঠে এল শিলিগুড়ির এই ক্রিকেটারের। পাঁচটি ম্যাচ খেলে রিচার ১৩০-এর বেশি স্ট্রাইক রেট। মোট রান করেছেন ১৬৮।
অস্ট্রেলিয়ার কাছে পাঁচ রানে হেরে এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে ভারতের। ইতিমধ্যেই হরমনপ্রীতদের সমালোচনায় মুখ হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। গত সাত বছরে সাত জন কোচ বদলেও সাফল্য আসেনি। কেন আসছে না, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতি বাংলার এই ক্রিকেটারের প্রশংসা করেছেন সবাই। বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রিচার ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে।
আজ, রবিবার মেয়েদের ফাইনাল। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আয়োজক দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই মেয়েদের বিশ্বকাপে কাপ জয়ের রেকর্ড রয়েছে অজিদের কাছে।