হরিয়ানাকে ৫০ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। বোনাস পয়েন্ট পেয়ে একটি ম্যাচ বাকি থাকতেই এগিয়ে বাংলা। ৬ ম্যাচে ৩২ পয়েন্ট বাংলার ঝুলিতে। রঞ্জি ট্রফিতে বাংলার খেলোয়াড়দের দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং এর জোরে ৬টির মধ্যে ৪টি ম্যাচই জিতে নিয়েছে বাংলা।
Bengali Release: রহস্য-সাসপেন্স-প্রেমে ভরা শুক্রবার, একই দিনে একাধিক বাংলা সিনেমার রিলিজ
এদিন গ্রিন টপ উইকেটে হরিয়ানার বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলে জয় পায় বাংলার। সেঞ্চুরি অনুষ্টুপ মজুমদারের। ১৪৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪১৯ রান তুলল বাংলা। একাই ৪ উইকেট তুলে নেন বাংলার বোলার আকাশদীপ সিং।অনুষ্টুপ ছাড়াও হাফসেঞ্চুরি করেন অভিমূন্য ঈশ্বরণ। ৪৯ রান করেন অভিষেক পোড়েল।