শেষবেলায় জোড়া হাফসেঞ্চুরি শাহবাজ আহমেদ (Shahwaz Ahmed) ও অভিষেক পোড়েলের (Abhishek Porel)। তবুও ২০০ রানের গণ্ডি পার করতে পারল না বাংলা (Bengal)। থার্ড সেশনেই ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ৬৯ রান করে ফেরেন শাহবাজ। ৫০ রানে ফেরেন অভিষেক।
রঞ্জি ট্রফির ফাইনালের (Ranji Trophy Final) শুরুটা একেবারেই ভাল হয়নি মনোজ তিওয়ারিদের। অনুষ্টুপ মজুমদার ১৬ ও আকাশ ঘাতক ১৭ রান করেন। টপ অর্ডারে আর কোনও ক্রিকেটারই দুই অঙ্কের রান করতে পারেননি।
আরও পড়ুন: : মুম্বইয়ে ক্লাবের বাইরে হাতাহাতি পৃথ্বী শ-এর! ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলা। এরপরই বড় পার্টনারশিপ করেন শাহবাজ ও অভিষেক। কিন্তু ৫৪ ওভার ১ বলেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস।