আরও একটি ট্রফি জিতল কলকাতা। এবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালের শিরোপা পেল কলকাতা। শুক্রবারের ফাইনালে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। এদিন ইডেনে মুর্শিদাবাদ কুইনসকে পাঁচ রানে হারিয়েছে মহিলা দল।
ইডেনেই আয়োজন করা হয়েছিল প্রথম বেঙ্গল প্রো টি-টোয়েন্টি মহিলাদের বিভাগের ফাইনাল। এদিন কলকাতার অধিনায়ক মিতা পাল ২৪ রান করার। প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। মুর্শিদাবাদ কুইন্স শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৫ রান তোলে। ফলে পাঁচ রানে ম্যাচ জিতে নেয় কলকাতা।
অন্য দিকে, বৃষ্টির কারণে প্রো-টি-টোয়েন্টি লিগের ছেলেদের বিভাগের খেলা পরিত্যক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত যুগ্মজয়ী ঘোষণা করা হয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদহ এবং মুর্শিদবাদ কিংস ফাইনালে ওঠা এই দুই দলকেই।