কাজে এল না শাহবাজ আহমেদের দুর্দান্ত শতরান। সোমবার বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলা। এদিন হরিয়ানার কাছে ৪ উইকেটে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল।
টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান হরিয়ানার অধিনায়ক অশোক মেনারিয়া। প্রথমে ব্যাট করে বাংলা ২২৫ রান করে। যার মধ্যে শতরান করেছেন শাহবাজ আহমেদ একাই। কিন্তু কোয়ার্টার ফাইনালে যথেষ্ট লড়াকু মেজাজে ছিল প্রতিপক্ষ হরিয়ানা।
আরও পড়ুন - শ্রেয়সের কাছে আবদার নিয়ে গ্যালারিতে অনুরাগী, কিন্তু 'কথা রাখা' হল না আইয়ারের
২২৫ রান তাড়া করতে নামেন হরিয়ানার ব্যাটাররা। কিন্তু শুরুতে চাপে ফেললেও শেষ পর্যন্ত কোনও ভাবেই প্রতিপক্ষকে কাবু করতে পারেনি বাংলার বোলাররা। ফলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলাকে।