রঞ্জিতে ত্রাতা সেই মনোজ তিওয়ারি। প্রথমদিন থেকেই ক্রিজে পড়ে থেকে লড়ে যাচ্ছেন বাংলার অধিনায়ক। বুধবার তাঁর সঙ্গেই অপরাজিত ছিলেন শাহবাজ আহমেদ। তবে বৃহস্পতিবার শুরুতেই গৌরব অরোরার বলে খোঁচা মেরে ১৪ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি। শাহবাজ আউট হতে মনোজের(Manoj Tiwari) সঙ্গে জুটি বাঁধেন অভিষেক পোড়েল(Abhishek Porel)। তবে পরের দিকে আর তেমন ব্যাটার না থাকায় এখন অধিনায়ক মনোজের কাঁধেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।
বুধবার প্রথমদিনেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে চায়ের কিছু পরেই শতরান করেন অনুষ্টুপ মজুমদার। এই মরশুমে এটা তাঁর তৃতীয় শতরান। মূলত অনুষ্টুপ(Anushtup Majumder) ও সুদীপের ব্যাটের উপর ভর করেই কার্যত ম্যাচে ফেরে বাংলা।
এর আগে রণজি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি বাংলার। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। খুব দ্রুতই ফিরে যান করণ লাল(Karan Lal) এবং অভিমুন্য ইশ্বরণ। ইনদৌরে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক ও রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মনোজ তিওয়ারি। গৌরব যাদবের বলে প্রথমে আউট হন অভিমুন্য। এরপর অনুভব আগরওয়ালের(Anubhav Agarwal) বলে আউট হন করণ।