রঞ্জি সেমিফাইনালের (Ranji Semi Final) তৃতীয় দিনে এগিয়ে মনোজ তিওয়ারিরা। প্রথম ইনিংসে ১৭০ রানে শেষ মধ্যপ্রদেশের ইনিংস। ২৬৮ রানের লিড নিয়ে টি-ব্রেক হয়। মধ্যপ্রদেশকে ফলো-অন করায়নি টিম বেঙ্গল।
শুক্রবার ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যায় মধ্যপ্রদেশ। সারাংশ জৈন ও শুভম শর্মা মধ্যপ্রদেশের হয়ে লড়াই করেন। ৫৪ রানের জুটি গড়েন তাঁরা। জুটি ভেঙে বাংলাকে সাফল্য এনে দেন আকাশদীপ সিং। ১৭০ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশ। ফলো-অন না করিয়ে ফের ব্যাট করতে নেমেছে বাংলা। প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসেও ৩২৭ রানের লিড নেয় বাংলা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গর্জে উঠল অধিনায়কের ব্যাট, দেড় বছর পর টেস্টে শতরান রোহিতের
উল্লেখ্য, গতবার সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধেই হেরেছিল বাংলা। এবার রঞ্জি সেমিফাইনালে গতবারের হারের বদলা নিতে চান মনোজরা।