রণজি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শুরুটা ভাল হল না বাংলার। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। খুব দ্রুতই ফিরে যান করণ লাল এবং অভিমুন্য ইশ্বরণ। ইনদৌরে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক ও রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মনোজ তিওয়ারি। গৌরব যাদবের বলে প্রথমে আউট হন অভিমুন্য। এরপর অনুভব আগরওয়ালের বলে আউট হন করণ। প্রাথমিক ধাক্কা সামলে ইংনিস মজবুত করার লক্ষ্যে এখন লক্ষ্মীরতন শুক্লার দল।
ওপেনার হিসাবে বাংলা সিনিয়র দলে গত বছর অভিষেক হয়েছিল করণের। এই মরশুমে রানের মধ্যেই আছেন তিনি। উল্টোদিকে ঘরোর ক্রিকেট পর পর বড় রানের পর হঠাৎ করেই রান হারিয়েছেন অভিমুন্য। এদিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম উইকেট ৫১ রান যোগ করেন বাংলার দুই ওপেনার। এরপরই ছন্দ হারিয়ে আউট হন করণ। বাংলার বোর্ডে তখনও ৫১ রান। এবার আউট আর এক ওপেনার অভিমুন্য ইশ্বরণ।
রণজির এই মরশুমে এখনও পর্যন্ত ভালয়-মন্দে চলছে ক্যাপ্টেন মনোজের বাংলার পারফরম্যান্স। লিগ থেকে নক-আউট প্রতিটি ম্যাচেই নতুন নায়ক উঠে এসেছে বাংলার ক্রিকেটে। এই ম্যাচেও নতুন নায়কের দিকেই তাকিয়ে বাংলা।