জসপ্রীত বুমরা, একজন চ্যাম্পিয়ন বোলার। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতের কাছে হেরে স্পিডস্টারের প্রশংসায় ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।
ম্যাচ শেষে স্টোকস জানিয়েছেন, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বুমরার গতি তাঁরা বুঝতে পারেননি। আর সেটাই এই টেস্ট হারের অন্যতম কারণ।
আরও পড়ুন -গেম চেঞ্জার শ্রেয়সের থ্রো, স্টোকস আউট হতেই সেলিব্রেশন ফেরালেন আইয়ার
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে রীতিমতো আগুন ঝড়িয়েছেন বুমরা। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়েছেন তিনি। ৩৯৯ রান তাড়া করতে নেমে ২৯২ রানেই শেষ হয়ে যায় স্টোকসদের ইনিংস। ম্য়াচ শেষে ৯ উইকেট নিয়ে বিশাখাপত্তনমে সেরা হয়েছেন বুমরা।