শ্রীলঙ্কা হল না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কী যশপ্রীত বুমরাকে পাওয়া যাবে ? মুম্বইয়ে বোর্ডের অন্দরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে দলে রেখে পরে বুমরাকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় পেসারের ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনি জানিয়েছেন, ভারতীয় দল ফিট বুমরাকে চায়। এই পরিস্থিতিতে বোর্ডের ইঙ্গিত, এবার থেকে সব ভারতীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে হবে। মূলত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরাকে মাঠে নামতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বুমরা। পিঠের চোট তাঁকে বিশ্বকাপ খেলতে দেয়নি। কিন্তু ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁকে ছাড়া ভারতীয় বোলিং আক্রমণ, এটা ভাবা একটু কঠিন। তাই বোর্ডের তরফে কার্যত জোর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরার নাম জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গুয়াহাটি ম্যাচের আগে তা হিতে বিপরীত হয়েছে।
এই পরিস্থিতিতে বোর্ডও এখন চাইছে বুমরা ঘরোয়া ক্রিকেট খেলুন। বিশেষ করে চার দিনের রঞ্জি ট্রফি খেলে নিজের ফিটনেস প্রমাণ করুন। কারণ ফেব্রুয়ারির গোড়া থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। টেস্টের পাশাপাশি একদিনের ম্যাচও খেলতে হবে টিম ইন্ডিয়াকে।