সব ক্রিকেটার সব ম্যাচ খেলবেন, এমনটা হতে পারে না। বক্তা ভারত অধিনায়ক রোহিত শর্মা। গুয়াহাটিতে রোহিতের এই বক্তব্যের পিছনে তাঁর টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে কোনও ইঙ্গিত লুকিয়ে আছে কীনা, তা নিয়ে কিছু সন্দেহে বিশেষজ্ঞরা। কারণ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হিটম্যানের সঙ্গে কিং কোহলিকে পাওয়া যাবে কীনা, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে।
একটি সূত্রে দাবি, আগামী কয়েকদিনের মধ্যেই অবশ্য বিরাট এবং রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। ওই আলোচনায় হয়তো, তাঁদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে। তবে অধিনায়ক হার্দিককে নিয়ে খুশি রোহিত। গুয়াহাটিতে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পরিণত হার্দিককে দেখা গিয়েছে।