প্রথম বছরেই বেশ সাফল্য এসেছে। তাই মেয়েদের আইপিএলকেও আরও বড় করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আগামী তিন বছর এই টুর্নামেন্টকে পাঁচ দলের মধ্যেই রেখে দেওয়া ভাবনা চলছে। তার সঙ্গে যোগ হতে চলেছে বেশ কিছু নতুন বিষয়। যার মধ্যে একটা হল হোম-অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ।
আইপিএলের গর্ভনিং বডির চেয়ারম্যান অরুণ ধূমল জানিয়েছেন, হোম-অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ শুরু হল লাভবান হবে ফ্র্যাঞ্চাইজি গুলিও। কারণ, তারা ঘরের মাঠে নিজেদের বেস আরও শক্ত করতে পারবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ছেলেদের আইপিএলের আগে মেয়েদের আইপিএল অভিষেকেই চমক দিয়েছে। বিশেষ করে বেশ কিছু নিয়ম মেয়েদের আইপিএলে পরীক্ষামূলক ভাবেই চালু করেছিল বোর্ড। আইপিএল চেয়ারম্যানে আশা, আগামী দিনে টিমের সংখ্যা বাড়বে। তবে প্রথম তিন বছর এই পাঁচ দলই খেলবে।