ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ (ODI World CUp 2023)। সোমবার দল ঘোষণা করবে বিসিসিআই (BCCI)। একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিশ্বকাপের দলে কারা থাকবেন। কারা বাদ পড়বেন, তা নিয়েও জল্পনা চলছে। রবিবার NDTV-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দলে থাকতে পারেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু বাদ পড়বেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ১৫ জনের দলঘোষণার দিনই সোমবার এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নামবে ভারত। বৃষ্টি মাথায় রেখে তারও অনুশীলন করছেন রোহিত শর্মারা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল ঘোষণা হওয়ার পরই শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে চূড়ান্ত দল নিয়ে কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন: বাবা হওয়ার খবর পেতেই দেশে ফিরলেন বুমরা, খেলবেন না নেপাল ম্যাচ
এশিয়া কাপে কে এল রাহুল বাদ পড়ার পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে নেপালের বিরুদ্ধে সোমবারের ম্যাচ জিতলে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে যাবে টিম।