অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এরপর তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান। ভারত মাঠে নামার আগেই হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচের ১৪ হাজার টিকিট ছাড়ল বিসিসিআই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। এই মাঠে ভারত-পাক ম্যাচে কানায় কানায় দর্শক ভরবে বলে আশাবাদী বিসিসিআই। ২০১৬ T20 বিশ্বকাপে শেষবার ভারতের মাটিকে এই মেগা ম্যাচ আয়োজন করেছিল ইডেন গার্ডেন্স। সেই ম্যাচে জিতেছিল ভারতই।
বোর্ড শনিবার জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের ১৪ হাজার টিকিট ছাড়া হয়েছে। ৮ অক্টোবর দুপুর ১২টা থেকে এই টিকিট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাটতে পারবেন দর্শকরা।