৪৮,৩৯০ কোটি টাকা। আইপিএলের সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) বিক্রি করে এই পরিমাণ টাকাই কোষাগারে ঢুকেছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের (BCCI)। কীভাবে খরচ করা হবে এই টাকা, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেটকেই ফিরিয়ে দেওয়া হবে এই টাকা। জানালেন মহারাজ।
এবার আইপিএলে ৯৪টি ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করেছে বোর্ড। যার কথা আগেই জানিয়েছিল। বোর্ড সচিব জয় শাহ। দুমাস থেকে আড়াই মাস করার পরিকল্পনা আছে টুর্নামেন্ট। যাতে বছরের একটি নির্দিষ্ট সময় যাতে আইপিএল হয়, তার জন্য আইসিসির কাছে অনুরোধ করবে বিসিসিআই।
আরও পড়ুন: যুবভারতী পেল এক অন্য সুনীলকে, স্বপ্নের ফুটবল ভারত অধিনায়কের
দুদিন ধরে সম্প্রচার স্বত্বের নিলাম হয়। সেখানে উপমহাদেশের সম্প্রচার স্বত্ব বিক্রি হয় ৪৪,০৭৫ কোটি টাকায়। এই টাকার ব্যবহার নিয়ে কথা বলতে গিয়ে সৌরভের বক্তব্যে উঠে আসে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এএন ঘোষ, জগমোহন ডালমিয়া, চিদাম্বরমের নাম। সৌরভ জানান, আইপিএল মানেই শুধু টাকা নয়, ক্রিকেটের উৎকর্ষকেই প্রাধান্য দিতে চান বোর্ড কর্তারা। সৌরভ টুইটে লেখেন, "খেলায় টাকা কখনও সব কিছু হতে পারে না। প্রতিভাই আসল। ক্রিকেট খেলার ভিত দেশে কতটা মজবুত, তা আইপিএলের নিলামই প্রমাণ করে দিল। টাকার অঙ্ক তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। ওরা আরও ভাল খেলার চেষ্টা করবে। ভারতীয় দলও আরও শক্তিশালী হবে। আইপিএলের বিপুল আয় দিয়ে ক্রিকেটার তৈরির পরিকাঠামো তৈরি করা হবে।"
একদিনে হঠাৎ করে ক্রিকেট জনপ্রিয় হয়নি ক্রিকেট। সৌরভের মতে, "আমাদের দেশে ক্রিকেট অনেকটা ধর্মের মতো। গত ৫০ বছরে যাঁরা ক্রিকেট খেলেছেন ও প্রশাসক হিসেবে কাজ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। সেই সময় খেলার কিছুই ছিল না। তাঁদের জন্যই এই জায়গায় পৌঁছেছে ক্রিকেট।"