গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থ। এবার ভারতীয় দলের উইকেট কিপারের দুর্ঘটনা নিয়ে মুখ খুলল বিসিসিআই।
ঋষভ পন্থ কেমন আছেন! শুক্রবার বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, "কপালে দুটি ক্ষতচিহ্ন হয়েছে ঋষভ পন্থের। ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট আছে। ডান হাতে কবজিতেও আঘাত আছে। এছাড়া গোড়ালি, পায়ের বুড়ো আঙুল ও পিঠেও চোট আছে।"
বিসিসিআই পাশাপাশি জানিয়েছে, দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষভ পন্থকে। তাঁর কতগুলি এমআরআই স্ক্যান হবে। তারপর কীভাবে চিকিৎসা হবে, তা চিকিৎসকরা জানাবেন।