ভারতীয় ক্রিকেট রাহুল দ্রাবিড়কেই চায়। গত কয়েকদিন ধরে চলা নাটকের যবনিকা পড়ল বুধবার। বিবৃতিতে দিয়ে কোচের পদে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, আগামী দিনেও টিম ইন্ডিয়ার হেড স্যর হিসাবে দ্রাবিড়েই ভরসা রাখা হচ্ছে। চুক্তির মেয়াদ বৃদ্ধির ঘটনায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর হিসাবে মেয়াদ বেড়েছে ভিভিএস লক্ষ্মণের।
গত ১৯ নভেম্বর ভারতীয় কোচের পদে দ্রাবিড়ের দু বছরের মেয়াদ শেষ হয়েছিল। বিশ্বকাপের ফাইনালে হারলেও বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি ও বোর্ড সচিব জয় শাহ রাহুলের উপরেই আস্থা রেখেছিলেন। গত সপ্তাহে বোর্ড সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাহুল। সেখানে অবশ্য তিনি কোচ পদ থেকে সরে আসার কথাই জানিয়েছিলেন। কিন্তু জয় শাহরা মরিয়া ছিলেন দ্রাবিড়কে রেখে দেওয়ার বিষয়ে।
এদিন তাতেই সিলমোহর বসিয়ে দেওয়া হল। শুধু কোচ হিসাবে দ্রাবিড় নন, ভারতীয় সাজঘরকেও অটুট রাখল বিসিসিআই। অর্থাৎ টিম দ্রাবিড়ে কোনও পরিবর্তন করা হয়নি। বোর্ডের বিবৃতিতে দাবি করা হয়েছে, বিশ্বকাপের ফাইনালে যাই হোক না কেন, গত দু বছর ভারতীয় ক্রিকেটকে মাঠ ও মাঠের বাইরে এক সুতোয় বেঁধেছেন দ্রাবিড় ও লক্ষ্মণ। এই জুটি আপাতত কাজ চালিয়ে যাবেন।