ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবদান নিঃসন্দেহে অনেকটাই বড়। কিন্তু আগামী বছর T20 বিশ্বকাপে তাঁদের রেখেই কি দল তৈরি করবে বিসিসিআই। নাকি তারুণ্যে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় উড়ে যাবে টিম ইন্ডিয়া। ২০২২ সালে T20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর আর T20 ক্রিকেটে খেলেননি রোহিত ও বিরাট। তাঁদের অনুপস্থিতিতে কিন্তু সাফল্য পেয়েছে তরুণ ব্রিগেড।
গতবছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবছর এশিয়ান গেমসে সোনা জিতেছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজেও ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। T20 বিশ্বকাপে তাই তারুণ্য না অভিজ্ঞতা, তা নিয়ে ভাবছে বিসিসিআই। বোর্ডের একটি সূত্রের খবর, রোহিতকে অনুরোধ করা হলেও, T20 বিশ্বকাপে সম্পূর্ণ ছাড় থাকবে বিরাটের। বিরাট না চাইলে, তাঁকে বিশ্বকাপে খেলানো হবে না।