আইপিএল ২০২৪-এর নিলামের দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই। দুবাইয়ের কোকাকোলা এরিনার ডেসার্ট সিটিতে ১৯ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠান হবে। এই প্রথম ভারতের বাইরে আইপিএলের নিলাম আয়োজিত হচ্ছে। এর আগে ইস্তানবুলে এই নিলাম আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। গতবছরও টার্কিতে নিলামের আয়োজন করার কথা ছিল।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই রিটেইনড ক্রিকেটাদের তালিকা প্রকাশের দিনক্ষণও জানিয়ে দিয়েছে। এর আগে ১৫ নভেম্বর এই তালিকা জানানোর কথা ছিল। সেই দিন বাড়িয়ে করা হয়েছে ২৬ নভেম্বর।
২০২৪ মরশুমে প্রত্যেকটি টিমের বাজেট হবে ১০০ কোটি। গত বছরের থেকে ৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। ৯ ডিসেম্বর মেয়েদের প্রিমিয়ার লিগের নিলাম হবে। ২৬ নভেম্বর সবকটি টিমকে প্লেয়ারদের তালিকা জমা দিতে হবে।