বছর ঘুরলে আবার একটা বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকার মাটিতে হবে টি-টোয়েন্টির যুদ্ধ। ক্রিকেটের এই ক্ষুদ্র ফরম্যাট থেকে তিনি কী নিজেকে গুটিয়ে নিতে চাইছেন ? মুম্বইয়ের ক্রিকেট সেন্টারে অন্দরে কান পাতলে বিরাট কোহলি সম্পর্কে এই গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে।
বিশ্বকাপের ধকল যাতে গায়ে না লাগে, সেই কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ডিসেম্বর মাসে ভারত দক্ষিণ আফ্রিকা যাবে। রওনা হওয়ার আগেই বিরাট জানিয়েছেন, তিনি সাদা বলের ক্রিকেট আপাতত খেলবেন না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের তাঁর ভবিষ্যৎ ঘিরে ?
তবে, শোনা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে বিরাটকে বোঝাতে বসছেন বোর্ড কর্তারা। কারণ, বাকি সময়টা তিনি বিশ্রাম নিতে পারেন। কিন্তু বিশ্বকাপের বিরাট মঞ্চে কোহলিকে যে প্রয়োজন, সেই বার্তাই হয়তো বোর্ডের তরফে দেওয়া হতে পারে। সদ্য শেষ হওয়া ৫০ ওভারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বিরাট। আর এই ইউএসপিকে এখন কাজে লাগাতে চায় বিসিসিআই।