মহিলা একদিনের বিশ্বকাপের(Women’s World Cup) জন্য ভারতীয় দল(Indian Team) ঘোষণা করল বিসিসিআই(BCCI)। দলে ঠাঁই পেয়েছেন বাংলার দুই অভিজ্ঞ ক্রিকেটার ঝুলন গোস্বামী(Jhulan Goswami) এবং রিচা ঘোষ(Richa Ghosh)। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড।
চলতি বছরে নিউজিল্যান্ডে(New Zealand) বসবে মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s World Cup) আসর। অধিনায়কত্ব করবেন মিতালি রাজ(Mithali Raj), সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur)। তবে উল্লেখযোগ্যভাবে দল থেকে বাদ পড়েছেন জেমাইমা রড্রিগেজ এবং শিখা পান্ডে।
আরও পড়ুন- Ranji Trophy: করোনা পরিস্থিতিতে স্থগিত ঘরোয়া ক্রিকেটে আশার আলো, কী জানালেন বোর্ড সভাপতি?
৬ মার্চ থেকে বে ওভালে বিশ্বকাপ অভিযানে নামবেন ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Womens Team)। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের(Pakistan) মুখোমুখি হবেন ভারতের মেয়েরা। গ্রুপ পর্যায়ে মোট সাতটি ম্যাচ খেলতে হবে মিতালী-ঝুলনদের।