দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ও T20 দল ঘোষণা করল বিসিসিআই। ওয়ানডে ও T20 টিমে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। চিকিৎসার জন্য ভারতীয় দলে থাকবেন মহম্মদ শামিও। দক্ষিণ আফ্রিকাতেও T20 দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওয়ানডে টিমে ফিরলেন সঞ্জু স্যামসন। অধিনায়ক কে এল রাহুল। টেস্ট টিমে অধিনায়ক রোহিত শর্মা।
বোর্ড জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাই তাঁদের প্রথম একাদশে রাখা হয়নি। ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ৭ জানুয়ারি শেষ হবে ভারতের আফ্রিকার সফর।
টেস্ট টিম
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহঅধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়,
ইশান কিষাণ (কিপার), কেএল রাহুল (কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা
ওয়ানডে টিম
রুতুরাজ গাইকোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পাতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, দীপক চাহার