ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (West Indies Series) কথা মতো দলে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার রাতে ঘরের মাঠে ওয়ানডে ও টি২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলে নতুন চমক রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। দুই ফরম্যাটেই দলে রাখা হয়েছে তাঁকে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফর (South Africa Tour) থেকে ছিটকে যান রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) ফিটনেস পরীক্ষায় পাশ করার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজ।
আরও পড়ুন: তিনি জানেন কীভাবে নেতৃত্ব দিতে হয়, সমালোচকদের একহাত কেএল রাহুলের
দীর্ঘদিন পরে ওয়ানডে সিরিজে ফিরছেন কুলদীপ যাদব। তবে বাদ পড়়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেভাবে পারফর্ম করতে পারেননি তিনি। বুমরা ও শামি শ্রীলঙ্কা সিরিজে টিমের সঙ্গে যোগ দিতে পারেন।