দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন আজিঙ্কা রাহানে। দলে ফিরেছেন কেএল রাহুলও। বিসিসিআইয়ের ঘোষিত ১৫ জনের দলের নেতৃত্বে রোহিত শর্মা। আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে রোহিত ব্রিগেড। আইপিএলের পরই ইংল্যান্ডের বিমান ধরবেন রোহিত-রাহুলরা। বিসিসিআইয়ের নির্ধারিত দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। মিডল অর্ডার সামলাবেন পুজারা-বিরাট। তবে রাহানেকে পাঁচ নম্বরে ফেরানো হতে পারে বলেই খবর। তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব এবং উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশান।
রবিবার রাহানের ধুন্ধুমার ব্যাটিংয়ের সাক্ষী থেকেছে ইডেন। নাইট বোলারদের কার্যত ছেলেখেলা করেছেন তিনি। রবিবার ২৯ বলে ৭১ রানের অসাধারণ ইনিংস উফার দেন দর্শকদের। আর তারপরেই এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাহানে।
আরও পড়ুন- Abhishek Banerjee: কোচবিহারে 'ভাল' প্রার্থীর খোঁজে অভিষেক, মঙ্গলে ঠাসা কর্মসূচি তৃণমূল সাংসদের