বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কবে! জানা গিয়েছে, ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচ ১৪ অক্টোবর ম্যাচ আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছে বোর্ড। এই ম্যাচ বদলালে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের সূচিতেও প্রভাব পড়বে। তা নিয়ে শেষ মুহূর্তে আলোচনা করছে বিসিসিআই ও আইসিসি।
১২ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে পাকিস্তান। ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ হলে সেই ম্যাচও ২দিন এগোনোর সম্ভাবনা। সঠিক অনুশীলনের সময় দেওয়া হবে পাকিস্তানকে। বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডেরও সূচি পরিবর্তনে কোনও আপত্তি নেই।
যদি ১৪ অক্টোবর, ভারত-পাকিস্তান ম্যাচ হয়, সেদিন বিশ্কাপে একসঙ্গে তিনটি ম্যাচ খেলা হবে। দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে আফগানিস্তান। চেন্নাইয়ে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। আহমেদাবাদে ভারত-পাকিস্তান।