মঙ্গলবার প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলেই ফাইনালে কেকেআর। তার আগে জার্মানি থেকে কলকাতার সমর্থনে এল ভিডিয়ো। প্লে-অফের লড়াইয়ের আগে নাইটদের শুভেচ্ছাবার্তা পাঠালেন ইংরেজ ফুটবলার হ্যারি কেন।
বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেন আগেও ক্রিকেট নিয়ে বার্তা দিয়েছেন। এর আগেও ইংরেজ ক্রিকেটারদের সঙ্গে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেও দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গেও একই ফ্রেমে দেখা যায় তাঁকে। ইংরেজ ওপেনার ফিল সল্ট দলের সঙ্গে নেই। এবার কেকেআরকে বার্তা ইংরেজ ফুটবল তারকার। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে তাঁর সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
ওই ভিডিয়োতে হ্যারি কেন বলেন, "হাই কলকাতা নাইট রাইডার্স। মরশুমের শুরুটা তোমাদের দারুণ হয়েছে। বাকি ম্যাচগুলোর জন্য নাইটদের অনেক শুভেচ্ছা। এফসি বায়ার্ন মিউনিখের তরফ থেকে আমাদের সমর্থন রইল।"