আরসিবির বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস। সেঞ্চুরি, তবুও জিততে পারল না দল। টিমের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানালেন, দলের বাকি ব্যাটাররা ফর্মে নেই। আত্মবিশ্বাসের অভাব আছে।
শনিবার আইপিএল ধীরগতির সেঞ্চুরি করেন বিরাট। বিরাটের ব্যাটে আসে ১১৩ রানের ইনিংস। প্রথমে ব্যাট করে ১৮২ রান তোলে আরসিবি। রাজস্থানের জস বাটলারের বিধ্বংসী ফর্মে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। অধিনায়ক ফাফ দুপ্লেসি ম্যাচের পর জানিয়েছেন, ১০-১৫ রান বেশি হলে, টিমের সুবিধা হত। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, "আমাদের ব্যাটিং নিয়ে সমস্যা আছে। বিরাট দারুণ ফর্মে আছেন। কিন্তু অন্যরা ফর্ম ফিরে পাচ্ছে না। আত্মবিশ্বাসীও নন।"
T20 ক্রিকেটে স্ট্রাইক রেট ও আগ্রাসী মনোভাব নিয়ে আলোচনা করতে হয়। এটাই নিয়ম। আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানান, তবে দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। জয় পাওয়া সময়ের অপেক্ষা।