হাতে গোনা কয়েকদিন। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল। কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামার আগে চিন্তা আরসিবি শিবিরে। টিম সূত্রে জানা গিয়েছে, টুর্নামেন্টের প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে রজত পাতিদার পাচ্ছেন না বিরাটের দল। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এখনও চোট সারাতে ব্যস্ত ভারতীয় এই ব্যাটার। গোড়ালিতে চোট রয়েছে। ১৪ এপ্রিল তাঁর এমআরআই হওয়ার কথা। তারপরে মিলবে ফিট সার্টিফিকেট।
শুধু রজতই নন, চোট রয়েছে বেঙ্গালুরুর অন্যতম সেরা অস্ত্র জশ হ্যাজেলউডের। তাঁকেও প্রথমের ম্যাচগুলিতে পাওয়া যাবে কীনা, তা নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই প্রথম ম্যাচ মাঠে নামার আগে, বেশ কিছু নতুন পরিকল্পনা করতে হচ্ছে আরসিবিকে।
দলের ডিরেক্টর মাইক হেসেন জানিয়েছেন, রজত না থাকায় ডুপ্লেসির সঙ্গে ওপেন করবেন ফিন অ্যালেন বা অনুজ রাওয়াতের মতো ব্যাটার। তিন নম্বরেই রাখা হবে বিরাটকে। কারণ, আরসিবি চায় না তাদের তুরুপের তাসকে দ্রুত ব্যবহার করতে।