তামিম বিতর্ক মাথায় নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশে। আর ভারতে এসেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান।
শুক্রবার ভারতের মাটিতে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে শাকিব জানিয়েছেন, বিশ্বকাপ হয়ে গেলেই তিনি নেতৃত্ব ছাড়বেন।
শাকিব দাবি করেছেন, গত ১৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের অধিনায়ক হিসাবে পদত্যাগ করেছিলেন। কিন্তু বোর্ড কর্তাদের অনুরোধে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন : ফোকাসে বিশ্বকাপ, দল তৈরি, জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা
কিন্তু বিশ্বকাপের পরে আর নয়, বলে জানান বাংলাদেশ অধিনায়ক। তামিম ইকবালকে বিশ্বকাপের দলকে বাদ দেওয়া নিয়ে এখন উত্তাল বাংলাদেশ ক্রিকেট।
নেতৃত্ব ছাড়ার পাশাপাশি অবসর নিয়েও মুখ খুলেছেন শাকিব। জানিয়েছেন, হয়তো আর বছর দুয়েক তিনি ক্রিকেট খেলবেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে মনে করছেন এই অলরাউন্ডার।