কথা দিয়েছিল। কথা রাখল গ্রিনপার্ক। চতুর্থদিনে জয়ের গন্ধ ভুরভুর করছিল এই মাঠে। পঞ্চমদিনে দুই রবিই মুড়িয়ে দিয়ে চলে গেলেন বাংলাদেশকে। ঘরের মাঠে নাজিমুল হোসেন শান্তদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতলেন রোহিত শর্মারা। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা ধরে রাখল টিম ইন্ডিয়া।
পঞ্চম দিনে ২৬ রানে পিছিয়ে শুরু করছিল বাংলাদেশ। বিশ্বের দুই সেরা স্পিনারের সঙ্গে সেরা এক পেসারের সামনে হাবুডুবু খেলেন বাংলার ব্যাটাররা। সাদ্দাম ইসলামের ৫০ রানের সঙ্গে মুসফিকুরের অপরাজিত ৩৭ রান। এই দুয়ের সৌজন্যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে।
কানপুর জিততে ভারতের সামনে বাংলাদেশের সামনে ৯৬ রানের টার্গেট রাখে বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের ঝড় ওঠে যশস্বীর ব্যাট থেকে। ৪৫ বলে ৫১ রান করে আউট হন তিনি। ৩০ ঘণ্টার ম্যাচ মাত্র ১৪ ঘণ্টাতে হেলায় জিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখল টিম ইন্ডিয়া।