Mushfiqur Rahim : ত্রাতা জয়ের নায়ক মুশফিকুর রহিম, প্রাপ্ত অর্থ দান করলেন বাংলাদেশের বন্যা দুর্গতদের

Updated : Aug 25, 2024 20:04
|
Editorji News Desk

দেশ ডুবছে বন্যায়। এর মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম। কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে পাকিস্তানকে হারাল টাইগাররা।

এই জয়ের নায়ক মুশফিকুর রহিম। তাঁর একার ব্যাট থেকেই এসেছে ১৯১ রান। তাই এই ম্যাচের সেরা হিসেবে পুরস্কৃত হয়েছেন রহিম। আর তারপরেই গড়লেন আরও এক নজির। 'ম্যান অফ দ্য ম্যাচ' হিসেবে পাওয়া পুরস্কারের অর্থ তিনি দান করলেন দেশের বন্যা বিধ্বস্ত মানুষকে। 

রবিবার পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। সেই জয়ে বড় অবদান রাখেন মুশফিকুর। রহিম প্রথম ইনিংসে ১৯১ রান করেন। তবে, মাত্র ৯ রানের জন্য দ্বিশতরানের রেকর্ড হাতছাড়া হয় তাঁর। এই নিয়ে নিজের কেরিয়ারের ১১তম শতরান করেন তিনি। 

পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে, মুশফিকুর যখন ব্যাট করতে নামেন তখন রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। পাকিস্তানের থেকে ৩০১ রানে পিছিয়ে পড়েছিলেন টাইগাররা। হাতে ছিল ৭টি উইকেট। সেখান থেকেই দলের প্রত্যাবর্তন ঘটান রহিম।

৩৪১ বলে ১৯১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন। নিশ্চিত দ্বিশতরান হাতছাড়া করলেও মুশফিক জিতে নেন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার। আর এরপরেই গড়লেন এক নজির। মুশফিকুর তাঁর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার মূল্য দান করলেন বাংলাদেশের বন্যাত্রাণে। একই সঙ্গে দেশবাসীর কাছে আবেদন জানান বন্যাদুর্গতদের পাশে থাকার।

Mushfiqur Rahim

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও