আম্পায়ারের উপর ক্ষুব্ধ বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। পাকিস্তান ম্যাচে ডিআরএস নেওয়াকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গেই তর্ক করতে দেখা যায় তাঁকে। তাঁর আউট দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
পাকিস্তান তখন ব্যাট করছিল। ইবাদত হোসেনের একটি বল পাক ব্যাটসম্যান মহম্মদ নওয়াজের প্যাডে লেগে পয়েন্টে যায়। এলবিডব্লিউয়ের আবেদন করলেও আম্পায়ার আউট দেয়নি। এদিকে রান নেওয়ার চেষ্টা করতেই ডিরেক্ট থ্রো করে বাংলাদেশ। কিন্তু বল বাউন্ডারিতে চলে যায়। আম্পায়ার বাই চারের সংকেত দেয়। এরমধ্যেই এলবিডব্লিউয়ের আবেদন করেন শাকিব। কিন্তু ১৫ সেকেন্ড সময় পেরিয়ে যাওয়ায়, শাকিবের সেই আবেদন নাকচ হয়ে যায়। এই ঘটনায় রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি শাকিব। মাথার টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন। এরপরই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন শাকিব। তাঁর দাবি, বাই চার হওয়ার পর থেকে ১৫ সেকেন্ড কাউন্ট হওয়া উচিত ছিল।
আরও পড়ুন: বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান
বাংলাদেশ ব্যাট করার সময় নিজের আউট নিয়েও ক্ষুব্ধ ছিলেন শাকিব। পাকিস্তান বোলার শাদাব খানের বল শাকিবের ব্যাটে লাগার পর পায়ে লেগে অন্যদিকে যায়। শাদাব এলবিডব্লিউয়ের আবেদন করেন। আম্পায়ার কিছুক্ষণ অপেক্ষা করে আউট দেন। শাকিবও সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। ডিআরএসে দেখা যায় বল আগে ব্যাটে লেগেছে। কিন্তু তৃতীয় আম্পায়ার জানান, ব্যাটের সঙ্গে বলের কোনও কনটাক্ট হয়নি। তিনিও আউটের সিদ্ধান্ত দেন। এরপরই মাঠের দুই আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন শাকিব।