কলকাতা । নামটার মধ্যেই রয়েছে যেন একটা আবেগ, একটা নস্টালজিয়া । শহরের প্রতিটা কোণায় যেন লেগে রয়েছে ইতিহাসের ছোঁয়া, ভালবাসার ছোঁয়া । আর এই ভালবাসার শহরে. প্রাণের শহরেই প্রায় ৭ বছর পর পা রেখেছে পাকিস্তান ক্রিকেট টিম । বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইডেনে । তবে তার আগে শহরটাকে উপভোগ করলেন বাবর আজমরা । এ শহরের জাদু লেগেছে তাঁদের মনে-প্রাণেও । তাই কখনও যাচ্ছেন সায়েন্স সিটি, কখনও তাঁদের দেখা গেল নিউটাউনের ইকোপার্কেও । তবে, দুঃখ একটাই । কলকাতার বিরিয়ানি এখনও কপালে জুটল না বাবরদের ।
পাক ক্রিকেটারদের মেনুতে থাকছে না বিরিয়ানি । আসলে, ডিম-সহ প্রোটিনযুক্ত ডায়েট চলছে তাঁদের। আর লাঞ্চ ও ডিনারে মেডিটারেনিয়ান কাবাবই খাচ্ছেন বাবর আজমরা । সেমিফাইনালে যাওয়ার আশা ছেড়েই দিতে হয়েছে পাকিস্তানকে । কিন্তু, সাত বছর পর কলকাতা, তাও আবার ইডেনে ম্যাচ । একটা আলাদাই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমের মধ্যে ।
বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে রয়েছে পাক ক্রিকেট টিম । সেখানেই সুইমিং পুলে সময় কাটালেন বাবর, রিজওয়ানরা । জানা গিয়েছে, এরপর পুলিশকর্মীদের লং ড্রাইভে নিয়ে যাওয়ার অনুরোধ করেন পাক অধিনায়ক । তবে, নিরাপত্তার স্বার্থে তাঁকে বেশি দূরে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাননি কেউ । তারপর নিউটাউনের ইকোপার্কেই সময় কাটান পাক ক্রিকেটাররা । এমনকী, কলকাতার গয়নাও বাড়ি নিয়ে যাচ্ছেন পাক ক্রিকেটাররা । আবদুল্লা শফিকরা ক্যামাক স্ট্রিটে গিয়ে মনের মানুষের জন্য কিনেছেন গয়নাও । তবে, নিরাপত্তার স্বার্থে কলকাতা ভালভাবে উপভোগ করা সম্ভব হচ্ছে না । তবে, বিরিয়ানির জন্য এখনও অপেক্ষা করেই থাকতে হবে বাবরদের । ম্যাচ জিতলে হয়তো বিরিয়ানি চেখে দেখার সুযোগ পেতে পারেন বাবররা ।